728x90 AdSpace

Latest News

Saturday, 14 July 2018

বর্ধমানে কেশবগঞ্জ বারোয়ারির খুঁটি পুজো


ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমানঃ
পবিত্র রথযাত্রার দিন খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল বর্ধমানের কেশবগঞ্জ বারোয়ারির ৫৬ তম দুর্গোৎসব। শনিবার খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক রবীন্দ্রনাথ হাটি, সুকান্ত দাস সহ অন্যান্য সদস্যবৃন্দ। 

রবীন্দ্রনাথ বাবু জানিয়েছেন, প্রতিবছরের মত এবছরও পুজোর ভাবনায় থাকছে চমক। এবার পুজোর থিম সাজাচ্ছেন প্রদীপ বিশ্বাস। থিমের নাম 'জীবন আসে জীবন যায়'। ইতিমধ্যেই মণ্ডপসজ্জার আভ্যন্তরীণ কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন রবি বাবু। তিনি জানান, এবছর পুজোর বাজেট ১৮ লক্ষ টাকা। আলোকসজ্জায় বিশেষ চমক হিসাবে থাকবে বিশ্বকাপ ফুটবল কে নিয়ে চন্দননগরের আলোর কারসাজী।
বর্ধমানে কেশবগঞ্জ বারোয়ারির খুঁটি পুজো
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top