728x90 AdSpace

Latest News

Wednesday, 4 July 2018

ফের নাবালিকার বিয়ে রুখল কাটোয়া মহকুমা প্রশাসনফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়াঃ বিয়ের দিন ধার্য হয়েছিল আগামী শুক্রবার। সেই উপলক্ষে বিয়ের প্রস্তুতিও চলছিল জোরকদমে। কিন্তু নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে, এই খবর কাটোয়া মহকুমা প্রশাসনের কাছে পৌঁছোতেই বুধবার তৎপরতার সাথে বন্ধ করে দেওয়া হল বিয়ে। কাটোয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ঘুটকিয়াপাড়া এলাকার বাসিন্দা ওই নাবালিকা। 

প্রশাসন সূত্রে জানা গেছে,কাটোয়া বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা। নাবালিকার বিয়ের ঘটনা কাটোয়া মহকুমাশাসকের কানে পৌঁছে যায়। সেখান থেকে কন্যাশ্রী সাব ডিভিশনাল ডাটা ম্যানেজার প্রসূন বন্দ্যোপাধ্যায়, কন্যাশ্রী সাব ডিভিশনাল নোডাল অফিসার শ্যামলকান্তি দাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট পার্থপ্রতিম সাধুখাঁ,কাটোয়া থানার এ এস আই জয়ন্ত কুমার দাস ও চাইল্ড লাইনের দুজন প্রতিনিধি সুচেতনা ভট্টাচার্য ও অরুপ দাসের মিলিত একটি টিম বুধবার নাবালিকার বাড়িতে হাজির হন। সেখানে গিয়ে নাবালিকার বাবা ও মাকে বিয়ে বন্ধ করতে নির্দেশ দেন এবং বোঝান। মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত তার বিয়ে যাতে না দেওয়া হয় তা বোঝানো হয় ছাত্রীর পরিবারকে। এছাড়া কন্যাশ্রী সম্পর্কে তাদের সম্যক ধারণা দেওয়া হয়। নাবালিকার বাবা সুজিত সর্দার মুচলেকা দিয়ে জানান মেয়ের বয়স ১৮বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না।
ফের নাবালিকার বিয়ে রুখল কাটোয়া মহকুমা প্রশাসন
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top