728x90 AdSpace

Latest News

Wednesday, 4 July 2018

বিশ্বকাপ ফুটবলে শেষ আটের মহারন, দেখে নেওয়া যাক কোন দল কার বিরুদ্ধে কবে কোথায় খেলবে।

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ চূড়ান্ত হয়ে গেল ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোন আটটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। শেষ আটে ওঠা আটটি দলের মধ্যে ছয়টি দলই ইউরোপের দল। আর দুটি দল উঠেছে দক্ষিণ আমেরিকা থেকে। উত্তর আমেরিকা, এশিয়া, আফ্রিকার কোনও দল ফিফা বিশ্বকাপ ২০১৮-র শেষ আটের যোগ্যতা অর্জন করতে পারেনি।

দেখে নেওয়া যাক কোন দল কার বিরুদ্ধে কবে কোথায় খেলবে।

প্রথম ম্যাচ উরুগুয়ে বনাম ফ্রান্স। শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা। নিঝনি নোভগোরোদ স্টেডিয়াম


দ্বিতীয় ম্যাচ ব্রাজিল বনাম বেলজিয়াম। শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টায়। কাজান এরিনা স্টেডিয়াম।


তৃতীয় ম্যাচ সুইডেন বনাম ইংল্যান্ড। শনিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা। সামারা এরিনা।


চতুর্থ ম্যাচ রাশিয়া বনাম ক্রোয়েশিয়া। শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টায় । ফিশত্ স্টেডিয়াম

বিশ্বকাপ ফুটবলে শেষ আটের মহারন, দেখে নেওয়া যাক কোন দল কার বিরুদ্ধে কবে কোথায় খেলবে।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top