728x90 AdSpace

Latest News

Tuesday, 24 July 2018

বর্ধমানের ছেলের তথ্যচিত্র পৌঁছাল যুক্তরাষ্ট্রে ইরান চলচ্চিত্র উৎসবেফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ ভাল কিছু করার ভাবনাগুলো যখন ভাবিয়ে তোলে মানুষকে, তখনই সৃষ্টি হয় নতুন কিছু ৷ আর এরই সঙ্গে যদি মিশে যায় মনের জোর, অদম্য ইচ্ছা - তাহলে সাদা কাগজও হয়ে উঠতে পারে রঙ্গিন ৷ ছোট ছবি নির্মান ও তার সঙ্গে জড়িয়ে থাকা অনেকদিনের টুকরো টুকরো অভিজ্ঞতা আজ পরিনতির পথে। এখনও পর্যন্ত ৮ টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে মিলেছে সন্মান ৷ আর এই সন্মানগুলোই জুগিয়েছে আবারও নতুন কিছু করার হিম্মত। এবার সরাসরি বিদেশী ভাষায় তৈরি করে ফেললেন বিদেশী তথ্যচিত্র। নিজের প্রথম বিদেশী তথ্যচিত্র 'টেল অফ নাশিরী' ৷ ইরানের বিক্ষাত ফুটবলার জামশেদ নাশিরী র ফুটবল জীবন ও ভারতকে ভালো বেশে এই দেশেই থেকে যাওয়ার কাহিনী অবলম্বনে ছবি তৈরি করলেন বর্ধমানের লোকো কলোনীর ছেলে কেকে মল্লিক ও তার সমস্ত ছবির সম্পাদক দুর্গাপুরের সৌভিক দাস ৷১৩ মিনিটের এই তথ্যচিত্র তৈরি হয়েছে সম্পূর্ণ পারশিয়ান ভাষায় ৷ ইতিমধ্যেই ছবিটি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রে, ইরানিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ৷ ১৯৭৭ এর পর জামশেদ নাসিরী কি ভাবে ভারতে এলেন। কিভাবে এদেশে ফুটবলার হিসাবে নিজেকে মেলে ধরলেন। কলকাতার ইষ্টবেঙ্গল , মহামেডান স্পোটিং ক্লাবের ঘরের ছেলে হয়ে উঠলেন তার তথ্য উঠে এসেছে এই ছবিতে ৷ ইরানের হয়ে ফিফা যুব বিশ্বকাপ দলে সুযোগ পেতে জামশেদ নাসিরীকে সেই সময় কতটা পরিশ্রম করতে হয়েছে, তা নিজে মুখেই জানিয়েছেন এই ফুটবলার ৷ নাসিরির জন্মস্থান ইরানের খরমা শহর ও তেহেরানের কথা বলতে গিয়ে বারবারই তিনি হয়ে পরেছেন নস্টালজীক ৷ 

ফোকাস বেঙ্গল কে দেওয়া সাক্ষাৎকারে কেকে জানিয়েছেন, শুধুমাত্র ইরান ও ইরান কেন্দ্রীক ছবিই নির্বাচিত হবে যুক্তরাষ্ট্রের এই বিশেষ ইরানিয়ান চলচ্চিত্র উৎসবে। তাদের ছবি তাই ইরানের পারশিয়ান ভাষাতে তৈরি করা হয়েছে ৷ দিল্লী, অন্ধ্রপ্রদেশ এর করনৌল, মুম্বাই, লক্ষ্মৌ, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কেকে মল্লিক ও সৌভিক দাসের বেশ কিছু ছবি সন্মানিত হওয়ার পর তাদের নতুন ছবি 'টেল অফ নাশিরী ' কতটা সফলতা পায় এখন সেটাই দেখার ৷ তবে কেকে বার বারই জানিয়েছেন জামশেদ নাশিরীকে নিয়ে এই ছবি কোন চলচ্চিত্র উৎসবের জন্য নয় , শুধুমাত্র ইরানের বিশেষ চলচ্চিত্র উৎসবের জন্যই নির্মান করা এবং বিখ্যাত এই ফুটবলারের জীবনকে কাছ থেকে দেখার চেষ্টার একটা অঙ্গ মাত্র।
বর্ধমানের ছেলের তথ্যচিত্র পৌঁছাল যুক্তরাষ্ট্রে ইরান চলচ্চিত্র উৎসবে
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top