728x90 AdSpace

Latest News

Sunday, 29 July 2018

বর্ধমানে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ পড়াশোনা বাদ দিয়ে মোবাইল ফোনেই বেশির ভাগ সময় কাটানোয় অভিভাবকদের বকাবকির জেরে আত্মঘাতি হল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। মৃতের নাম শম্পা মাতব্বর ওরফে মহুয়া (১৭)। বাড়ি বর্ধমানের ইছলাবাদে। সে ৩নং ইছলাবাদ হাইস্কুলের দ্বাদশ কলা বিভাগের ছাত্রী ছিল। 

মৃতের বাবা পরিতোষ মাতব্বর জানিয়েছেন, অভাবের সংসার। প্রত্যেকেই দিনমজুরের কাজ করেন। শনিবার মহুয়ার মা পরিচারিকার কাজ করতে বেড়িয়ে যান। বাড়িতে তখন কেউ ছিল না। সেই সময় ঘরের মধ্যে ওড়নার ফাঁসে সে আত্মহত্যার চেষ্টা করেন। সন্ধ্যেবেলায় কাজ থেকে ফিরে মা মেয়ের ঝুলন্ত দেহ দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন।দেহ নামিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্ধমানে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top