728x90 AdSpace

Latest News

Sunday, 15 July 2018

নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উদ্যোগ সংগঠনের


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবার এগিয়ে এলো দক্ষিণ দামোদর এডুকেশন এণ্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। রবিবার বর্ধমান ষ্টেশন সংলগ্ন এলাকায় এই সংগঠনের পক্ষ থেকে স্লাইড শো-র মাধ্যমে নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গণস্বাক্ষরও গ্রহণ করা হল। 

সংগঠনের কর্ণধার আমিরুল আলি জানিয়েছেন, বর্ধমান ষ্টেশনকে এব্যাপারে বেছে নেওয়ার মূল উদ্দেশ্য হল – এই ষ্টেশন এলাকাতেই রয়েছেন প্রচুর সংখ্যক ভবঘুরে থেকে অনেক কচিকাচাও। যাঁরা ইতিমধ্যেই নানাবিধ নেশায় আসক্ত হয়ে পড়েছেন। তিনি জানিয়েছেন, এই সমস্ত মানুষকে তথা নাবালকদের নেশার হাত থেকে মুক্ত করতে সরকারীভাবে নানা উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু কেবলমাত্র সরকারী উদ্যোগে ভরসা রাখলে নেশামুক্ত সমাজ গড়ে ওঠা সম্ভব নয়। তাই তাঁরাও তাঁদের সীমিত ক্ষমতায় এব্যাপারে জনসচেতনতা গড়ার কাজ শুরু করেছেন। 

এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ধমান ষ্টেশন ম্যানেজার স্বপন অধিকারী, প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খোকন বাগ সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিত্ব।
নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উদ্যোগ সংগঠনের
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top