728x90 AdSpace

Latest News

Friday, 20 July 2018

অবশেষে মুর্তি নদীর সেতুর নিচে গর্ত থেকে উদ্ধার হল নিখোঁজ বাপ্পার মৃতদেহফোকাস বেঙ্গল ডেস্ক,জলপাইগুড়িঃ অবশেষে শুক্রবার মুর্তি নদীর সেতুর নিচে গর্ত থেকে উদ্ধার হল বাপ্পা সাহার মৃতদেহ। উল্লেখ্য, গত ১০ জুলাই বন্ধুদের সাথে ডুয়ার্সের মুর্তি নদীতে স্নান করতে নেমে জলের তোরে তলিয়ে গিয়েছিলেন বাপ্পা। এই ঘটনায় ব্যপক আলোড়ন তৈরি হয় শহর জুড়ে। ঘটনার পর থেকে পুলিশ ও রেসকিউ টিম মুর্তি নদীতে তল্লাসি চালিয়েও উদ্ধার করতে পারেনি তার মৃতদেহ । এদিন সকালে মুর্তি নদীর সেতুর নিচে গর্ত থেকে উদ্ধার হয় বাপ্পার মৃতদেহ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

প্রসঙ্গত উল্লেখ্য, বাপ্পা সাহা জলপাইগুড়ির একজন ক্রিকেটার।স্বাভাবিকভাবেই বন্ধুদের সাথে স্নান করতে নেমে একজন তরতাজা যুবকের নিখোঁজের ঘটনায় রহস্য দানা বাঁধে। ঘটনার পর পুলিশ তদন্তের স্বার্থে বাপ্পার তিন বন্ধুকে গ্রেপ্তার করেছিল ।
অবশেষে মুর্তি নদীর সেতুর নিচে গর্ত থেকে উদ্ধার হল নিখোঁজ বাপ্পার মৃতদেহ
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top