728x90 AdSpace

Latest News

Sunday, 8 July 2018

বড়শুল জাগরণী ক্লাবের খুঁটিপুজোফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়ঃ হাতে গোনা আর মাত্র ৩ মাস বাকি দুর্গাপুজোর। কিন্তু ইতিমধ্যেই রীতিমত জোরকদমে শুরু হয়ে গেল পুজো প্রস্তুতি। রবিবার বর্ধমানের বড়শুলের জাগরণী ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খুঁটিপুজোর মাধ্যমে শুরু হয়ে গেল তারই প্রস্তুতি। এদিন সকালে বড়শুলে দামোদর থেকে ঘটে জল তুলে প্রথমে স্থানীয় কালীমন্দিরে পুজো দেওয়া হয়। তারপর প্রায় ১৫০জন ক্লাব সদস্য আদিবাসী নৃত্য সহযোগে হাজির হন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে। সেখানেই খুঁটি পুজো করা হয়।

ক্লাবের সদস্যা কবিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, এবার তাঁদের পুজোর বাজেট প্রায় ১৬ লক্ষ টাকা। থিম 'রূপসী বাংলা- শিকড়ের টানে মাটির গানে'। থিম মেকার পুলক ঘোষাল। ৩১তম বর্ষে পা দিল এবার বড়শুল জাগরণী। তিনি জানিয়েছেন, এবছরই বাংলা বিশ্ববাংলার লোগো পেয়েছে। তাই তাঁদের থিমের মধ্যে সেই বিষয়টিকেও তুলে ধরা হচ্ছে। বাংলাকে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই রূপসী বাংলা থিমকে বেছে নেওয়া হয়েছে।
বড়শুল জাগরণী ক্লাবের খুঁটিপুজো
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top