
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এবার ট্যারাণ্টুলা আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমান জেলা জুড়েও। শুক্রবার গলসী, আউশগ্রাম, কালনা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকেই অদ্ভূত দর্শন মাকড়শার দেখা পাওয়ার খবর পাওয়া গেছে। এদিন বর্ধমানের গলসী সব্জী বাজারে সাতসকালে দোকান খুলতে এসে দোকানদার নয়ন সেখ একটি অদ্ভূতদর্শন লোমশ মাকড়শা দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ জড়ো হয়ে যান তাঁর দোকানে।
নয়ন সেখ জানিয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের দৌলতে তাঁরা এই ধরণের মাকড়শার ছবি,খবর দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবেই এদিন এই ধরনের মাকড়শার দেখা মেলায় তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে, একইসঙ্গে এদিন আউশগ্রামের ঝর্ণা কলোনীর এক বাসিন্দা তার বাড়ির সামনে বাগানে লোমশ মাকড়শা দেখতে পান। সঙ্গে সঙ্গে একটি পাত্রের মধ্যে মাকড়শাটিকে রেখে তিনি বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানিয়েছেন, এই ধরণের মাকড়শা এর আগে এই অঞ্চলে দেখা যায়নি। ফলে আউশগ্রাম অঞ্চল জুড়েও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
নয়ন সেখ জানিয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের দৌলতে তাঁরা এই ধরণের মাকড়শার ছবি,খবর দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবেই এদিন এই ধরনের মাকড়শার দেখা মেলায় তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে, একইসঙ্গে এদিন আউশগ্রামের ঝর্ণা কলোনীর এক বাসিন্দা তার বাড়ির সামনে বাগানে লোমশ মাকড়শা দেখতে পান। সঙ্গে সঙ্গে একটি পাত্রের মধ্যে মাকড়শাটিকে রেখে তিনি বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানিয়েছেন, এই ধরণের মাকড়শা এর আগে এই অঞ্চলে দেখা যায়নি। ফলে আউশগ্রাম অঞ্চল জুড়েও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
0 comments:
Post a comment