728x90 AdSpace

Latest News

Saturday, 2 June 2018

থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন


ফোকাস বেঙ্গল ডেস্ক,আরামবাগঃ থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছোট্ট দু' ভাই বোনের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন আরামবাগ সুচেতনা,আরামবাগ ব্রতচারী মন্ডলী ,কড়ুই রুরাল কালচারাল সোসাইটি। জানা গিয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলির পক্ষ থেকে কামারপুকুরে শনিবার বিকালে বাপি মালের থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক ছেলে ও এক মেয়েকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়।
আরামবাগ ব্রতচারী মন্ডলীর পক্ষ থেকে দীপক রায় জানান, শনিবার থেকেই এই দুই শিশুর সমস্ত চিকিৎসক দায়ভার সংগঠন বহন করবে। ওদের চিকিৎসার জন্য সারা জীবনের যাবতীয় খরচ এই তিনটি সংগঠন বহন করবে বলে অঙ্গীকারবদ্ধ হল।
থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top