728x90 AdSpace

Latest News

Thursday, 28 June 2018

কেতুগ্রামে দুষ্কৃতিদের হাতে খুন তৃণমূল সমর্থক

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ 
কেতুগ্রামের বেড়ুগ্রামে এক তৃণমূল সমর্থককে খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল। মৃত তৃণমূল সমর্থকের নাম নূর ইসলাম সেখ (৪০) ওরফে কালু সেখ। গরুর গাড়ির ধাক্কায় মোটরবাইকের টুল বক্স ভেঙে যাওয়া এবং তার ক্ষতিপূরণ দাবীকে কেন্দ্র করে এই খুন বলে স্থানীয় সূত্রে জানতে পারা গেছে। 

মৃতের ভাই হাসিবুল সেখ অভিযোগ করেছেন, বুধবার সন্ধ্যায় বেড়ুগ্রাম বাজারে একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে ছিলেন নূর ইসলাম সেখ। হঠাৎই পাশের কুলুট গ্রামের বাসিন্দা খোকন সেখের নেতৃত্বে একদল দুষ্কৃতি চড়াও হয় তার ওপর। রড,লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা বেধড়ক মারধর করে নূর ইসলাম সেখ সহ বাকি সঙ্গীদের। হামলায় চার জন জখম হয়। জখমদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর বাকীদের ছেড়ে দিলেও নূর ইসলাম সেখের অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাতেই তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
কেতুগ্রামে দুষ্কৃতিদের হাতে খুন তৃণমূল সমর্থক
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top