728x90 AdSpace

Latest News

Wednesday, 6 June 2018

মাধ্যমিকে বালুরঘাটের মুখ উজ্জ্বল করল রবি

ফোকাস বেঙ্গল ডেস্ক,বালুরঘাটঃ বালুরঘাট শহরের কোন স্কুল থেকে এ বছর প্রথম দশে কেউ স্থান পেল না। এই ব্যর্থতার মাঝেও নিজের আলোয় আলোকিত ললিত মোহন আদর্শ বিদ্যালয়ের রবি সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৭৩। সেই তার স্কুলে সর্বচ্চো নম্বর লাভ করেছে।

ছোটবেলা থেকে দারিদ্রতার সাথে লড়াই করা রবির বাবা পরান সরকারের একটি মুড়ি মশলার দোকান আছে। আর মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। দিনে ৮-৯ ঘন্টা পড়ে রবি এই জায়গায় এসেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে রবি। ৪ জন প্রাইভেট শিক্ষক নামমাত্র খরচে তাকে পড়াত। এছাড়া স্কুলের শিক্ষকরাও তাকে বিনামুল্যে পড়িয়েছে বলে সে জানিয়েছে।

রবি জানিয়েছে, পড়াশুনোর ফাঁকে সে ক্রিকেট খেলতেও ভালবাসে। আগামীতে সে সায়েন্স নিয়ে পড়তে চায়। আর বড় হয়ে ডাক্তার হতে চায় বলে সে জানায়।
মাধ্যমিকে বালুরঘাটের মুখ উজ্জ্বল করল রবি
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top