
ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ প্রকাশিত হল ২০১৮ সালের মাধ্যমিকের ফলাফল। ৬৮৯ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে উত্তরবঙ্গের কোচবিহার সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ। দ্বিতীয় বর্ধমানের সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহা, প্রাপ্ত নম্বর ৬৮৮ । তৃতীয় ৩ জন, ৬৮৭, সুনীতি অ্যাকাডেমির ছাত্রী ময়ূরাক্ষী সাহা, জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র নীলাব্জা দাস, এই স্কুলেরই মৃন্ময় মণ্ডল একইস্থানে রয়েছে । উত্তর ২৪ পরগনার প্রফুল্লনগর বিদ্যামন্দিরের দীপ গায়েন ৬৮৬ পেয়ে চতুর্থ । পঞ্চম ৫ জন, ৬৮৫ । ষষ্ঠ হয়েছেন বেশ কয়েকজন, ৬৮৪ । সপ্তম ৫ জন, ৬৮৩ ।বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের দেবাঞ্জন ভট্টাচার্য রয়েছে। অষ্টম হয়েছেন বেশ কয়েকজন, ৬৮২ । নবম হয়েছেন বেশ কয়েকজন, ৬৮১ ।মাথাভাঙা হাইস্কুলের বৈদুর্ষ বিশ্বাস, সুমন কুমার সাহা সহ বেশ কয়েকজন দশম হয়েছেন ।এদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮০।
সাফল্যের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় পশ্চিম মেদিনীপুর ।মোট পাশের হার ৮৫.৪৯ শতাংশ। গত বছরের থেকে সামাান্য কমেছে পাশের হার ।কোনও পরীক্ষার্থীর রেজাল্ট অসম্পূর্ণ নেই । ৮,৯৯,৫৬৪ জন পাশ করেছে । ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি।
0 comments:
Post a comment