728x90 AdSpace

Latest News

Tuesday, 5 June 2018

মাধ্যমিকে ষষ্ঠ কাঁদরা জ্ঞানদাস স্মৃতিউচ্চ বিদ্যালয়ের প্রতিমান দে

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ বুধবার ২০১৮ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হল। পূর্ব-বর্ধমানের কেতুগ্রাম ১নং কাঁদরা জ্ঞানদাস স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রতিমান দে মাধ্যমিকে সম্ভাব্য ষষ্ঠ স্থান অধিকার করেছে। 

প্রাপ্ত নম্বর ৬৮৪। স্বভাবতই খুশি স্কুলের শিক্ষিক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী,বাবাও মা ও প্রতিবেশিরা। বাবা পরিমল দে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । মা শুভ্রা দে সরকারী হাসপাতালের নার্স ।

প্রতিমান প্রতিটি বিষয়ে ভাল নম্বর পেয়েছে। বাংলায় ৯৬,ইংরাজি ৯৩,অঙ্ক ১০০,ভৌত বিজ্ঞান ১০০,জীবন বিজ্ঞান ১০০,ইতিহাস ৯৬,ভুগোল ৯৯। ফোনে প্রতিমান এই প্রতিবেদককে জানান,বিজ্ঞান নিয়ে পড়াশুনো করে ডাক্তার হতে চাই। টেস্টে প্রতিমান পেয়েছিল ৬৫৬। ফোনে মা শুভ্রা দে জানান,ছেলের সাফল্যে আমরা খুব খুশি।
মাধ্যমিকে ষষ্ঠ কাঁদরা জ্ঞানদাস স্মৃতিউচ্চ বিদ্যালয়ের প্রতিমান দে
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top