728x90 AdSpace

Latest News

Wednesday, 27 June 2018

লজে দেহ দেহব্যবসার আসর, পুলিশি হানায় গ্রেফতার ৫ফোকাস বেঙ্গল ডেস্ক,আরামবাগঃ আরামবাগের গৌরহাটি মোড়ের একটি লজে হানা দিয়ে মধুচক্র চালানোর অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে ওই লজ। আর সেখানেই রমরমিয়ে চলত দেহব্যবসা। সোমবার রাতে সেখান থেকেই গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। তাদের মধ্যে ২ জন যুবক,২ জন যুবতী, আর ১জন লজের ম্যানেজার।

উল্লেখ্য,আরামবাগ থানা থেকে ওই লজের দূরত্ব বড়জোর ১০০ মিটার। অথচ সে সবকে বুড়ো আঙুল দেখিয়ে এই লজে দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছিল দেহব্যবসা। এ দিন রাতে আচমকাই ওই লজে আরামবাগ এসডিপিও কৃশানু রায় এর নেতৃত্বে হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় ৫ জনকে।

জানা গিয়েছে, দুলাল পান নামে এক ব্যক্তি লজটি লিজ নিয়ে চালাচ্ছিল। অভিযোগ, ঐ লজেই বাইরে থেকে মহিলা এনে চলত দেহ ব্যবসা । কিন্তু দীর্ঘদিন ধরে অচেনা পুরুষ এবং মহিলাদের আনাগোনা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ বিষয়ে থানায় আগেও জানানো হয়েছিল। শেষ পর্যন্ত এ দিন এসডিপিও-র নেতৃত্বে পুলিশ হানায় হাতেনাতে ধরা পড়ে মধুচক্র। ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে পাঠান।
লজে দেহ দেহব্যবসার আসর, পুলিশি হানায় গ্রেফতার ৫
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top