
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ অনুর্দ্ধ ১৪ আন্তঃ কোচিং ক্যাম্প ক্রিকেটের সেমিফাইনালে অসাধারন জয় পেল বিনোধীমাধব সামন্ত কোচিং সেন্টার ৷ প্রতিপক্ষ জগন্নাথ পাল চৌধুরী ক্রিকেট ক্যাম্প কে ১৭৬ রানে হারাল বিনোধীর ছেলেরা ৷ বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠে প্রথমে ব্যাট করে বিনোধী ২০ ওভারে ১ উইকেটে ২১৫ রান তোলে ৷ দলের সৌভাগ্যসুন্দর পাকড়ে ১০৩ রান ও রিশভ দত্ত ৫৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে জগন্নাথ পাল চৌধুরী ক্রিকেট ক্যাম্পের ইনিংস ১৭.১ ওভারে মাত্র ৩৯ রানেই শেষ হয়ে যায় ৷ বিনোধীর হয়ে সৌভাগ্য সুন্দর এবং সৌভিক ২ টি করে উইকেট দখল করেছে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বিনোধীর সৌভাগ্য সুন্দর পাকড়ে ৷ ফাইনালে বিনোধী খেলবে জামালপুর নেতাজী এথলেটিক ক্লাবের বিরুদ্ধে।
0 comments:
Post a comment