ফোকাস বেঙ্গল ডেস্ক,আরামবাগ:পানাপুকুরে একটি কিশোরের পচাগলা দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াল পুড়শুড়া থানার রনবাগপুর এলাকায়। মৃত কিশোরের নাম দীপঙ্কর রায়। স্থানীয় সূত্রে জানা গেছে,গত এপ্রিল মাসের ২৯ তারিখ থেকে নিখোঁজ ছিল দীপঙ্কর।চারদিন নিখোঁজ থাকার পর বুধবার সকাল ১০ নাগাদ বাড়ির পাশে আকম্বরী খালের পানা পুকুরে দূর্গন্ধে এলাকার মানুষের সন্দেহ হয়। এরপর স্থানীয় কয়েকজন কাছে গিয়ে একটি পচা গলা মৃতদেহ পরে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুরশুড়া থানার পুলিশকে। ঘটনাস্থলে আসেন পুরশুড়া থানার ওসি অর্নিবান গাঙ্গুলি। মৃত দেহ উদ্ধারের সময় দেখা যায় দুটো পা দড়ি দিয়ে বাঁধা । এটা দেখেই স্থানীয় মানুষরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। খুন করা হয়েছে বলে অভিযোগ করেন । তারপর দীপঙ্করেরই এক কাকার ছেলে প্রসেনজিৎ রায়ের বিরুদ্ধে সন্দেহের অভিযোগ আনেন এলাকাবাসী। এরপর ক্ষিপ্ত গ্রামবাসী প্রসেনজিৎ এর বাড়ি ভাঙচুর চালায়। পরে অভিযুক্তদের তিনটি মাটির বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে দেওয়া হয়। পুরশুড়া থানার পুলিশ ও স্থানিয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ ছিল। তারই পরিণতিতে এমন ঘটনা বলে দাবি করছেন এলাকাবাসী।এদিকে পরিকল্পনা করেই প্রসেনজিৎ দীপঙ্করকে খুন করেছে বলে মৃতের পরিবারের অভিযোগ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
0 comments:
Post a comment