728x90 AdSpace

Latest News

Wednesday, 30 May 2018

সাত সকালে পূর্ব বর্ধমান জেলাশাসকের চেম্বারে আগুন, কারন নিয়ে ধোঁয়াশাফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ বুধবার সাত সকালে পূর্ব বর্ধমান জেলাশাসকের চেম্বারে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল । প্রতিদিনের নিয়মমাফিক জেলা শাসকের দপ্তর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় হঠাৎই সাফাই কর্মীদের নজরে আসে ধোঁয়া। জেলা শাসকের চেম্বারের দরজা খুলতেই ব্যপক ধোঁয়া দেখে প্রথমে অন্যান্য কর্মীদের বিষয়টি জানান সাফিকর্মীরাই। এরপর তড়িঘড়ি দমকল এ খবর দেওয়া হয়। প্রাথমিক ভাবে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করলেও, দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন এবং ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত করা হবে। প্রাথমিক ভাবে ইলেকট্রিক থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হলে সঠিক ভাবে কিছু এখনই বলা সম্ভব নয়।
 

জেলাশাসক অফিস সূত্রে জানা গেছে, এদিন সকাল সাতটা নাগাদ সাফাই কর্মীরা জেলাশাসকের অফিস পরিস্কার করতে এসে প্রথমে বাইরে থেকে পোড়া গন্ধ পায়। এরপর জেলাশাসকের বসার ঘরের দরজা খুলতেই প্রচুর ধোঁয়া দেখে তারা আতঙ্কিত হয়ে পরেন। সঙ্গে সঙ্গে অফিসের কর্মীদের খবর দেন তারাই। ছুটে আসেন ডি এম অফিসের কর্মীরা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন এবং ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, আগুন লাগার খবর  পেয়ে ছুটে আসেন পি ডাবলু ডি ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। ছুটে আসেন অতিরিক্ত জেলাশাসকগনও। যদিও প্রাথমিক ভাবে আগুন লাগার কারন কেউই সঠিক ভাবে জানাতে পারেননি।

  

জেলাশাসক দপ্তর সুত্রে জানা গেছে, আগুন লাগার ঘটনায় দুটি চেয়ার, দুটি এসি মেশিন, একটি কেবিন ফ্যান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এছাড়াও চেম্বারের ভিতরের দেওয়াল সহ ডিএম এর নাম লেখা বোর্ড আগুনে নষ্ট হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোন গুরুত্বপূর্ণ কাগজপত্রের ক্ষতি হয়নি।
সাত সকালে পূর্ব বর্ধমান জেলাশাসকের চেম্বারে আগুন, কারন নিয়ে ধোঁয়াশা
  • Title : সাত সকালে পূর্ব বর্ধমান জেলাশাসকের চেম্বারে আগুন, কারন নিয়ে ধোঁয়াশা
  • Posted by :
  • Date : May 30, 2018
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top