
ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না:ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন জেলায় শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনছেন বিরোধীরা,সেই সময় নজিরবিহীন ভাবে সিপিএম এর প্রার্থীদের রীতিমত খাতির করে নিয়ে এসে মনোনয়ন জমা করালেন খোদ শাসকদলের বিধায়ক। আর এই ঘটনায় শুক্রুবার পূর্ব বধমান জেলা জুড়ে আলোড়ন পড়েছে। জানা গেছে,পূর্ব বর্ধমানের রায়না-১ ব্লকে শাসক দলের সন্ত্রাসের ভয়ে মনোনয়ন জমা দিতে পারছে না সিপিএম এর প্রার্থীরা, এমন অভিযোগ শোনার পরেই রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘোড়ুইয়ের নেতৃত্বে শাসকদলের কর্মীরা সিপিএম প্রার্থীদের নিরাপদে নিয়ে এসে মনোনয়ন জমা দেওয়ালেন রায়না ১ ব্লক অফিসে। সিপিএম সূত্রে জানা গেছে,এদিন গ্রাম পঞ্চায়েতের ২২টি আসনে মনোনয়ন জমা করেছেন প্রার্থীরা।

সিপিএম এর প্রাক্তন জেলা সম্পাদক অমল হালদার অবশ্য জানিয়েছেন,এমন কোন ঘটনা ঘটেনি। বরং শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীরা এদিন রাস্তা অবরোধ করে রেখেছিল। যাতে বিরোধীরা মনোনয়ন পত্র জমা দিতে না পারে। এদিন ট্রাক্টারে করে সিপিএম এর প্রায় ৫০জন প্রার্থী যখন শ্যামসুন্দরে ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে আসছিলেন তখন পুলিশ সেখানে পৌঁছে যাওয়ায় বিধায়ক আর তার সঙ্গীরা পুলিশের সামনে নাটক করেছেন। তিনি জানান, এরপরেও শাসকদলের পক্ষ থেকে প্রার্থীদের রীতিমত দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। শেষমেষ ২২জন প্রার্থী মনোনয়ন জমা দিতে পেরেছেন এদিন। অমল হালদার আরও জানিয়েছেন,তারা রায়না ১ ও ২ব্লকের সব কটি আসনেই প্রার্থী দেবেন।
ছবি - সুরজ প্রসাদ
0 comments:
Post a comment