ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে বাবা-মার সঙ্গে অশান্তির জেরে আত্মঘাতি হল এক কলেজ পড়ুয়া। মৃতের নাম বিপুল সরকার (২০)। বাড়ি বর্ধমান শহরের বাদশাহী রোডের মাঠপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে,বিপুল বর্ধমান রাজ কলেজের বি.এ. দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। মৃতের বাবা বিশু সরকার জানিয়েছেন,রবিবার সকালে টিউশন পড়াতে গিয়েছিল বিপুল।টিউশন পড়ে দুপুরে বাড়ি ফিরে আসে। সেই সময় পাড়ায় একটি অনুষ্ঠান উপলক্ষে বাড়ির সকলেই সেখানে গিয়েছিল। বাড়িতে কেউ ছিল না।বিপুল বাড়ি ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ডাকাডাকি করে সারা না পাওয়ায় প্রতিবেশীরাই দরজা ভেঙে ঘরে ঢুকে ওড়নার ফাঁসে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পান। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে বাবা-মার সঙ্গে অশান্তি হয় বিপুলের। তার মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়। সম্ভবত তারই জেরে সে অভিমানে আত্মঘাতি হয়েছে।
0 comments:
Post a comment