728x90 AdSpace

Latest News

Monday, 9 April 2018

আরামবাগে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার ১

ফোকাস বেঙ্গল ডেস্ক,আরামবাগ:মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে গোঘাটের প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারক ও পাঁচ মহিলা প্রার্থী কে প্রকাশ্যে মারধর, তীব্র হেনস্থা ও মুখে ও গায়ে ভুসো কালি মাখানোর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ।

সোমবার ভোরে সইরব আলি মন্ডল নামে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, ধৃত ব্যাক্তির বাড়ি গোঘাটের শাওড়া অঞ্চলের বর্মায়।

পুলিশের দাবি,ওই দিনের ঘটনায় সইরব আলিই ছিল মূল অভিযুক্ত।সোমবার ধৃত কে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। 

যদিও ধৃত সইরবের বক্তব্য, তিনি নির্দোষ। কোনোভাবেই এই ঘটনার সাথে তিনি যুক্ত নন।
আরামবাগে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার ১
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top