ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:ভুয়ো চাকরি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কলকাতার হেষ্টিংস থানার পুলিশ বর্ধমান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেল এক কমপিউটার প্রতিষ্ঠানের কর্মী তথা মালিককে। ধৃতের নাম কল্লোল ব্যানার্জ্জী। বর্ধমান শহরের হকার্স মার্কেটে দোতলায় ধৃত একটি কমপিউটার প্রতিষ্ঠান চালাত বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বিভিন্ন দপ্তরে চাকরি দেবার নাম করে ভূয়ো চাকরি চক্র চালানোর অভিযোগে হেষ্টিংস থানার পুলিশ বর্ধমান থেকে ৪জনকে গ্রেপ্তার করে। এরপর তাদের জেরা করেই পুলিশ জানতে পারে বর্ধমান শহরের হকার্স মার্কেটের একটি কমপিউটার প্রতিষ্ঠান থেকেই ওই ভূয়ো নিয়োগপত্র তৈরী করা হয়েছিল। শুক্রবার দুপুরে আচমকাই বর্ধমানে হানা দেয় হেষ্টিংস থানার পুলিশ। দোকান থেকেই গ্রেপ্তার করে নিয়ে যায় ওই প্রতিষ্ঠানের মালিককে। পাশাপাশি পুলিস বাজেয়াপ্ত করেছে দোকানে ব্যবহৃত কমপিউটার সহ বেশ কিছু নথিপত্র।
0 comments:
Post a comment