
ফোকাস বেঙ্গল ডেস্কঃ,বর্ধমান:জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর' স্বামী বিবেকানন্দের এই বাণীকে পাথেয় করে শহর বর্ধমানের দুই যুবক রবিবারের দুপুরে প্রায় ৩৫০জন অসহায়,দুস্থ মানুষকে পেট ভরে খাওয়ানোর আয়োজন করল। বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বরে এই আয়োজনকে ঘিরে সকাল থেকেই ছিল চরম ব্যাস্ততা। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাতে এগিয়ে এসেছিলেন প্রচুর মানুষ।
এই জনসেবার আয়োজনকারী টিঙ্কু সাউ এবং পিন্টু সেখ এদিন জানান, রোজগার তো কমবেশি সবাই করেন,কিন্তু আমাদের মধ্যেই কিছু মানুষ আছেন যারা প্রতিদিনই আমাদেরই চারপাশে ঘুরে বেড়ান একটু পেট ভরে খাবার খোঁজে। তাই ইচ্ছা হল অন্তত একদিন যদি তাদের মধ্যে কিছু মানুষকে পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করা যায়। তারা জানান,এদিন ভাত,ডাল,আলু পোস্ত,মুরগির মাংস,চাটনি,পাঁপড় ও মিষ্টি সহযোগে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থা করা হয়েছিল।
সমাজসেবী ইফতিকার আহমেদ (পাপ্পু ) জানান,খুব ভাল উদ্যোগ। এই ধরণের মানুষগুলোর জন্য যারা ভেবেছেন তাদের সাধুবাদ জানাতেই হয়।
ছবি সুরজ প্রসাদ
0 comments:
Post a comment