
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বর্ধমানের টাউন হলে বেঙ্গল এ্যাসোসিয়েশন অব সেলস এক্সিকিউটিভের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন এই সভায় মুখ্য বক্তা এবং উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। এছাড়াও অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন বর্ধমান পুরসভার কাউন্সিলার খোকন দাস, শৈলেন্দ্রনাথ ঘোষ সহ সংগঠনের সাধারণ সম্পাদক সৌমেন্দ্র নাথ ঘোষ প্রমুখরাও।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে বলতে গিয়ে এদিন মদন মিত্র বলেন, রাজ্যে যে উন্নয়ন হয়েছে তার জন্যই মানুষ তৃণমুলকে চাইছে। বিরোধীদের প্রার্থী দেবার লোকই নেই। তিনি বলেন, বিরোধীরা তৃণমুলের কাছে লিখিত আবেদন করলে তৃণমুলের গোডাউন থেকে প্রার্থী দেওয়া হবে। তৃণমূলের গোডাউনে ৭০ হাজার প্রার্থী মজুদ আছে বলেও তিনি এদিন জানিয়ে যান। যদিও দলীয় কর্মীদের উদ্দেশ্যে এদিন তিনি জানান, বিরোধীদের একটাও সিট ছাড়া যাবেনা। ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত আসনকেই বিরোধীশূন্য করে দেবার ডাক দেন তিনি। তিনি বলেন, বিজেপি ঝাড়খন্ড থেকে লোক নিয়ে আসছে অশান্তি পাকাতে। তাই মদন বাবু এদিন তৃণমূল কর্মীদের উদ্দ্যেশে বলেন আমাদের এখানে অনেক বাঁশ ঝাড় আছে ,ঝাড়ের বাঁশগুলোকে সংরক্ষিত করুন। এদিন মদনবাবু বলেন, বর্ধমান তার কাছে হাতের তালুর মত চেনা। বর্ধমানের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস যদি তাঁকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য আমন্ত্রণ জানান, তিনি আসবেন। বর্ধমান জেলার কোনো গ্রাম বাদ থাকবে না। তিনি সমস্ত গ্রামে গিয়ে প্রচার করবেন।
ছবি - সুরজ প্রসাদ
0 comments:
Post a comment