
ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিণ দিনাজপুরঃ পঞ্চায়েতের ভোটের দিন ঘোষনার সাথে সাথেই দক্ষিন দিনাজপুর জেলায় ঝাপিয়ে পড়েছে বিজেপির কর্মীরা। শনিবার রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের দিন ঘোষনার সাথে সাথে রঙ তুলি নিয়ে জেলায় দেওয়াল লিখন শুরু করে দিয়েছে জেলা বিজেপি নেতৃবৃন্দ। এদিকে দেওয়াল লিখনে ত্রিস্তর পঞ্চায়েত ভোট নিয়ে লেখা হলেও এখনও পর্যন্ত কোন প্রার্থীর নাম তারা সেই দেওয়াল লিখনে লেখা হয়নি। যদিও বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানিয়েছেন, জেলায় তাদের প্রার্থী বাছাইয়ের কাজ শেষ। রাজ্যের অনুমোদনের অপেক্ষা মাত্র। অনুমোদনের কাগজ পত্র এসে গেলেই তারা সব ব্লকের ত্রিস্তরের প্রার্থীদের নাম ঘোষনা করে দেবেন। সেই অনুযায়ী সেই সব দেওয়াল লিখনে প্রার্থীদের নাম লিখে ভোটারদের জানান হবে বলে তিনি জানান।
বিজেপি-র জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান, তারা তাদের কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ অনুযায়ী এই পঞ্চায়েত ভোটের জন্য বহু আগে থেকেই প্রস্তুতি সেরে রেখেছেন। তাই এবারের পঞ্চায়েত ভোট তাদের কাছে 'বিনা যুদ্ধে দেবনা সুচাগ্র মেদেনী' এই মনোভাবের। প্রথম থেকেই একেবারে বুথ স্তরের কর্মি ও সমর্থকদের মধ্যে এই ভাবনা দলীয়ভাবে নিয়ে যাওয়া হয়েছে।যাতে ভোটের সময় ক্ষমতায় থাকা দলের যাবতীয় তান্ডব তারা অনায়াসে রুখে দিয়ে নিজেদের প্রার্থীদের জয়ের পথ সুগম করে দিতে পারে বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি।
এদিকে পঞ্চায়েত ভোটের দামামা বেজে ওঠার সাথে সাথে বিজেপিকে জেলায় রঙ তুলি নিয়ে ঝাপিয়ে পড়তে দেখা গেলেও, অনান্য রাজনৈতিক দলগুলিকে এখনও সেভাবে ভোটের আসরে নামতে দেখা যায় নি। রাজ্য নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী দক্ষিন দিনাজপুর জেলায় পঞ্চায়েত ভোট হবে আগামী ৫ মে শনিবার। হাতে সময় মাত্র ৩৪ দিন।
0 comments:
Post a comment