
এম.কৃষ্ণা,লক্ষ্নৌ: উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল জমজমাট ১০ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, লক্ষ্নৌ। সিটি মন্টেশ্বরী স্কুল আয়োজিত এই উৎসবে বিশ্বের ১২৬টি দেশর ১১৫০টি ছবির মধ্যে ৫৫০টি ছবি ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হল ৷ ৯ দিন ধরে চলতে থাকা এই উৎসবে বলিউডের প্রখ্যাত অভিনেতা মুখেশ খান্না, তারে জামিন খ্যাত অভিনেতা দরশীল সাফারী, দাঙ্গাল গার্ল সুহানী ভাটনাগর,পরিচালক সুহায়ীল টাট্টারীদের মত সেলিব্রেটিদের হাতের কাছে পেয়ে উৎসবে আগত খুদেরা মেতে ওঠে আনন্দে ৷ তবে সকলের নজর কারেন বাঙ্গালী অভিনেত্রী মুম্বাইয়ের অনুষ্কা সেন ৷
ফোকাশ বেঙ্গল এর প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়ে দেন, ভালো চরিত্র পেলে সে বাংলা ছবিতেও কাজ করতে আগ্রহী ৷
ফোকাশ বেঙ্গল এর প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়ে দেন, ভালো চরিত্র পেলে সে বাংলা ছবিতেও কাজ করতে আগ্রহী ৷

দেশ বিদেশের ছবির মাঝে বর্ধমানের ছেলে কেকে মল্লিক ও তার সহকারি সৌভিক দাসের ছবি 'সাইলেন্ট অনার' বিশেষ সন্মান অর্জন করে ৷ ফেস্টিভ্যাল ডাইরেক্টর ভি কুরিয়ান ও উদোক্তা সিএমএস -এর ফাউন্ডার জগদীশ গান্ধী এই শিশু চলচ্চিত্র উৎসবকে আগামীদিনে আরও আকর্ষনীয় করার কথা ঘোষনা করেন ৷ উৎসবে আগত বাংলাদেশ, ওমান, নেপাল, রাশিয়া, ইরান সহ দেশের বিভিন্ন রাজ্যের পরিচালক ও প্রতিনিধিরা উৎসবের সাফল্য কামনা করেন ৷
0 comments:
Post a comment