
.ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া:বৃ্হস্পতিবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল কাটোয়ার ২ নং ব্লকের দাঁইহাটে। বিজেপির অভিযোগ,এদিন সকালে বিজেপি সমর্থকরা ২টি গাড়ি নিয়ে ব্লক অফিসে মনোনয়নপত্র জমা দিতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে তাড়া করে এবং গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে। ছোঁড়া হয় শুন্যে ২ রাউন্ড গুলিও। ভয় পেয়ে পালিয়ে যায় বিজেপি সমর্থকরা। এই ঘটনার জেরে এদিন বেশ কিছুক্ষণ মনোনয়নপত্র জমা দেবার কাজ বন্ধও থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এদিকে এই ঘটনার পরই কাটোয়া মহকুমা শাসক সৌমেন পাল দুপক্ষের বৈঠক ডেকেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকেই ব্লক অফিসের সামনে তৃণমূল সমর্থকরা জমায়েত করতে শুরু করে। বেলা বাড়তেই বিজেপির প্রার্থীরা গাড়ি করে ব্লক অফিসের দিকে আসতেই গাজীপুর, খড়দত্তপাড়া প্রভৃতি জায়গা থেকে আসা তৃণমূলের লোকেরা বিজেপির লোকেদের তারা করতে শুরু করে। গাড়ি লক্ষ্য করে মারা হয় বোম।
0 comments:
Post a comment