
ফোকাস বেঙ্গল ডেস্ক,আরামবাগ:মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে প্রথম দিনেই উত্তেজনা ছড়িয়ে পড়ল আরামবাগে। বিজেপির পক্ষ থেকে এদিন অভিযোগ করা হয়েছে শাসক দলের লোকজন বিডিও অফিস চত্বরে জমায়েত হয়ে পুলিশের সামনেই তাদের প্রার্থীদের মনোয়নপত্র তুলতে বাধা দেয়। বিডিও অফিস থেকে রীতিমতো বের করে দেওয়া হয় বিজেপির রাজ্য কমিটির সদস্য অসিত কুন্ডু ও অন্যান্য কর্মীদের। এমনকি মনোয়নপত্র তুলতে আসা বিজেপির হেমন্ত বাগকে বিডিও অফিস থেকে বের করে মারধর করা হয় বলেও অভিযোগ। মারধর করা হয়েছে সৌভিক কুন্ডু নামে এক বিজেপি কর্মীকেও।
এদিন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে,এইরকম চলতে থাকলে পঞ্চায়েত ভোট শুধু প্রহসনেই পরিণত হবে। পুলিশ কার্যত এদিন নিরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও তাদের অভিযোগ।তৃণমূলের পক্ষ থেকে অবশ্য সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেই জানান হয়েছে।
আরামবাগ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সেখ বেলাল জানান, তৃণমূল কংগ্রেস শান্তিপ্রিয় দল। দাঙ্গাকারী দলতো ওদের। দিদির নির্দেশ আছে কারোর গায়ে হাত দেওয়া যাবে না। সব পক্ষই মনোনয়নপত্র তুলবে। আমরা সেটাই দেখতে এসেছি।
0 comments:
Post a comment