ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: দামোদরের বালি খাদানে কাজ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম বলদেব মাহাতো (৫৫)। বাড়ি বর্ধমান থানার ইদিলপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতই রবিবার সকালে বলদেব মাহাতো বালি খাদানে কাজ করতে যান। কিন্তু অসাবধানতাবশতঃ তিনি আচমকাই খাদের চোরা গর্তে পড়ে যান। পরে স্থানীয়রাই তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যদিও মৃতের পরিবারের তরফ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি।
0 comments:
Post a comment