
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রবিবার বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে দামোদরে তলিয়ে যাওয়া ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র বিপুল মিত্রের মৃতদেহ সোমবার বড়শুলের দামোদরের নদীঘাট থেকেই উদ্ধার হল। রবিবার সকালে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে দামোদরের জলে তলিয়ে যায় বিপুল।
প্রায় সঙ্গে সঙ্গেই এলাকার মানুষ উদ্ধারের জন্য দামোদরের জলে খোঁজাখুঁজি শুরু করলেও কোন ফল হয় নি। বিকালে বিপর্যয় মোকাবিলা দফতরও ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে। তাতেও খোঁজ মেলেনি। সোমবার সকালে মৃতদেহ ভেসে ওঠে বড়শুলের নদীঘাটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রায় সঙ্গে সঙ্গেই এলাকার মানুষ উদ্ধারের জন্য দামোদরের জলে খোঁজাখুঁজি শুরু করলেও কোন ফল হয় নি। বিকালে বিপর্যয় মোকাবিলা দফতরও ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে। তাতেও খোঁজ মেলেনি। সোমবার সকালে মৃতদেহ ভেসে ওঠে বড়শুলের নদীঘাটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বর্ধমানের বড়শুলের অন্নদাপল্লীর বাসিন্দা বিপুল মিত্র মানকরে একটি বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
0 comments:
Post a comment