ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ দেশের প্রধানমন্ত্রী তো কি হয়েছে, দাবি আদায়ে তাঁরও অধিকার রয়েছে প্রতিবাদ আন্দোলনের। আর তাই এবার প্রতিবাদ জানাতে অনশনে বসতে চলেছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ১২ এপ্রিল বৃহস্পতিবার দিল্লিতে এক দিন ব্যাপী এই অনশনে বসতে চলেছেন মোদী বলে সূত্রের দাবি।
কিন্তু কেন এই অনশন?
জনা যাচ্ছে, সংসদে বিরোধীদের হড়তালের জন্য দিনের পর দিন নষ্ট হচ্ছে সংসদীয়-দিন, আর তারই প্রতিবাদে প্রধানমন্ত্রীর এই অনশন আন্দোলনের সিদ্ধান্ত।
আগামী ১২ এপ্রিল বৃহস্পতিবার দিল্লিতে এক দিন ব্যাপী এই অনশনে বসতে চলেছেন মোদী বলে সূত্রের দাবি।
কিন্তু কেন এই অনশন?
জনা যাচ্ছে, সংসদে বিরোধীদের হড়তালের জন্য দিনের পর দিন নষ্ট হচ্ছে সংসদীয়-দিন, আর তারই প্রতিবাদে প্রধানমন্ত্রীর এই অনশন আন্দোলনের সিদ্ধান্ত।
উল্লেখ্য, কিছুদিন আগেই কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্বে দেশব্যাপী অনশন কর্মসূচি পালন করেছিল জাতীয় কংগ্রেস। বিজেপি সরকারের সার্বিক ব্যর্থতাকে সামনে রেখে দিল্লির রাজঘাটে সামিল হয়েছিলেন তাবড় কংগ্রেস নেতারা। রাজনৈতিক মহলের ধারণা কংগ্রেসের সেই অনশনের পাল্টা হিসাবে বিজেপি সংসদ ইস্যুতে অনশন কর্মসূচি নিতে চলেছে।
জানা গেছে,দিল্লিতে মোদী অনশন কর্মসূচিতে থাকলেও বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ সেদিন হুগলীতে একটি রাজনৈতিক মঞ্চেই সেই অনশন আন্দোলন পালন করবেন।
অন্যদিকে, দিল্লিতে মোদী অনশনে থাকলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের যাবতীয় কাজ তিনি করবেন বলে সূত্রের দাবি।
0 comments:
Post a comment