
ফোকাস বেঙ্গল ডেস্ক,আরামবাগ: একটি লরি কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উলটে গেল একটি যাত্রীবাহী ট্রেকার।ঘটনাটি ঘটেছে খানাকুলের গোপালনগর এলাকায় খানাকুল - দিঘরুইঘাট রুটে। ঘটনার জেরে ট্রেকারে থাকা এক চার বছরের শিশুর ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে।পাশাপাশি আহত হয়েছেন পাঁচ মহিলা সহ ২৫ জন যাত্রী। তাদের মধ্যে গুরুতর জখম চারজন মহিলা কে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকিদের খানাকুল গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত শিশু কন্যার নাম উজ্জ্বয়িনী বেরা(০৪)।
প্রত্যক্ষদর্শীদের মতে,এদিন সকাল ১০টা নাগাদ তারকেশ্বর থেকে খানাকুল গামী ট্রেকারটি লরিকে ওভারটেক করার সময় সামনে থেকে একটি লরি এসে যায়, তখন ট্রেকারের চালক ব্রেক মারেন কিন্তু রাস্তার পাশেই জড়ো করা বালিতে চাকা পিছলে গিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে যায় ট্রেকারটি। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
0 comments:
Post a comment