728x90 AdSpace

Latest News

Monday, 16 April 2018

বর্ধমানে চড়ক মেলা দেখে ফেরার পথে বাইক দুঘর্টনায় মৃত্যু দুই বন্ধুর


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:চড়ক মেলা দেখে ফেরার পথে রবিবার একটি পথ দুঘর্টনায় মৃত্যু হল দুই বন্ধুর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম শুকলাল মূর্মূ (২২)এবং রামলাল মূর্মূ (২৩)। এই ঘটনায় জীতেন মূর্মূ নামে আরও একজন আহত হয়েছেন। যদিও  প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মেমারী থানার সাতগাছিয়ার আহিরা গ্রাম থেকে তিন বন্ধু মোটরবাইক নিয়ে গুসকরায় গিয়েছিলেন চড়কের মেলা দেখতে। রাতে বাড়ি ফেরার পথে দেওয়ানদিঘী এলাকায় একটি লরীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরবাইকের। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রামলাল মূর্মূকে মৃত ঘোষণা করেন। সোমবার সকালে মৃত্যু হয় শুকলাল মূর্মূর। পুলিশ ঘাতক লরীটিকে আটক করেছে। যদিও  চালক পলাতক। 
বর্ধমানে চড়ক মেলা দেখে ফেরার পথে বাইক দুঘর্টনায় মৃত্যু দুই বন্ধুর
  • Title : বর্ধমানে চড়ক মেলা দেখে ফেরার পথে বাইক দুঘর্টনায় মৃত্যু দুই বন্ধুর
  • Posted by :
  • Date : April 16, 2018
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top