728x90 AdSpace

Latest News

Tuesday, 17 April 2018

বর্ধমান জেলার ১১৫ স্কুলকে নির্মল বিদ্যালয় পুরষ্কার


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:কেবলমাত্র পড়াশোনাই নয়, পড়াশোনার পাশাপাশি নিজের স্কুলের পরিবেশ, নিজের এলাকাকে পরিচ্ছন্ন করার ওপর জোড় দিতেই নির্মল বিদ্যালয় পুরষ্কার চালু করেছিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মঙ্গলবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে জেলার ১১৫টি স্কুলকে নির্মল বিদ্যালয় এবং ৬টি স্কুলকে শিশুমিত্র পুরষ্কার দেওয়া হল। এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) প্রবীর চট্টোপাধ্যায়, জেলা সর্বশিক্ষা প্রকল্পাধিকারিক শারদ্বতি চৌধুরী প্রমুখরা।
বর্ধমান জেলার ১১৫ স্কুলকে নির্মল বিদ্যালয় পুরষ্কার
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top