728x90 AdSpace

Latest News

Tuesday, 10 April 2018

দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের পাইলট কার, মৃত পুলিশ কর্মী


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:কলকাতা থেকে বোলপুর ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের পাইলট কার। দুর্ঘটনা ঘটে সোমবার গভীর রাতে এনএইচ২বি জাতীয় সড়কের আউশগ্রামের বটগ্রামে। দুর্ঘটনায় মারা গেলেন বোলপুর থানার এএসআই ধনপতি সাহা (৫৬)। বাড়ি বোলপুরের উদয়নপল্লীতে।
মৃত ধনপতি সাহার ছেলে দেবাশীষ সাহা জানিয়েছেন, সোমবার অনুব্রত মণ্ডলকে কলকাতায় পৌঁছে দিয়ে পাইলটকারটি বোলপুর ফিরছিল। পাইলট কারে ছিলেন বোলপুর থানার এএসআই ধনপতি সাহা সহ দুই কনষ্টেবল এবং গাড়ির চালক। রাত প্রায় আড়াইটে নাগাদ বটগ্রামের কাছে কলকাতামুখী একটি চাল বোঝাই লরির সঙ্গে বোলপুরমুখী পাইলট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই গুরুতর জখম হন এএসআই ধনপতি সাহা। রাতেই আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ধনপতিবাবুকে মৃত ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকালে পাইলট কারের চালক উজ্জ্বল ধীবর এবং কনষ্টেবল মোল্লা ফরিউদ্দিনকে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পাইলট কারে থাকে অপর কনষ্টেবলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।
দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের পাইলট কার, মৃত পুলিশ কর্মী
  • Title : দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের পাইলট কার, মৃত পুলিশ কর্মী
  • Posted by :
  • Date : April 10, 2018
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top