
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:শান্তি অনেক কষ্ট করে পাওয়া যায়,অশান্তি তৈরী করতে বেশিক্ষন লাগে না। বুধবার পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্স- এর পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মেলবন্ধন অটুট রেখে জাতি ধর্ম নির্বিশেষে সকল ব্যাবসায়ী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এক বিশাল সম্প্রীতি মিছিলের আয়োজন করে এমনই বার্তা দিলেন সংগঠনের সাধারণ সম্পাদক চন্দ্রবিজয় যাদব। তিনি বলেন,কিছু মানুষ নিজেদের স্বার্থে দেশের নানান জায়গায় ধর্মকে হাতিয়ার করে অশান্তির বাতাবরণ তৈরী করার চেষ্টা করছে। কিন্তু তাদের এই অপচেষ্টা কখনোই সফল হবে না। কারণ এই দেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে এক সুতোয় বাঁধা রয়েছে। সুতরাং কতিপয় কয়েকজন দুস্কৃতির এই অশান্তি পাকানোর অপচেষ্টা দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষই প্রতিহত করবেন।
এদিন এই সম্প্রীতির মিছিলকে ঘিরে ব্যাপক জনসমাগম ঘটে শহরের রাস্তায়। শহরের পার্কাস রোড মোর থেকে মিছিল শুরু হয়ে তেতুলতলা বাজার,রানীগঞ্জ বাজার,বিসি রোড প্রদক্ষিণ করে কার্জন গেট চত্বরে শেষ হয়। মিছিলে পা মেলান শহরে বসবাসকারী সব ধর্মের,বিভিন্ন পেশার শতাধিক মানুষ। যোগ দিয়েছিলেন বেশ কয়েকটি ক্লাবের সদস্যরাও।
0 comments:
Post a comment