
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:একসময় হনুমানের উৎপাতে রীতিমতো লোক ভাড়া করে নিয়ে এসে হনুমান তাড়াতে হতো গ্রাম থেকে। হনুমানের উৎপাতে জমির ফসল,গাছের ফল প্রায় থাকত না। কিন্তু জনবসতি বাড়ার সাথে সাথে এবং কিছু হনুমানের মৃত্যুতে সেই উৎপাত এখন কিছুটা কম। তবু গ্রীষ্মের শুরুতে ছায়া আর খাবারের খোঁজে আজও দল বেঁধে চলে আসে তারা। লাফিয়ে,ঝাঁপিয়ে বেড়ায় এক গাছ থেকে আরেক গাছে। আর বিপত্তি এখানেই। উঁচু গাছের গা ঘেসে যাওয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে পরে প্রায়ই মারা পড়ছে রাম ভক্তরা। মঙ্গলবার পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার অন্তর্গত সোনাপলাশী গ্রামে এইভাবেই বিদ্যুতের তারে পরে মারা গেল একটি পূর্ণবয়স্ক হনুমান। গ্রামবাসীরাও যথাযোগ্য মর্যাদায় সেটির অন্তিম সংস্কার করলেন ভক্তি ভরে। গ্রামের পাটসেল পুকুরের পারে,অশত্থ গাছের নিচে হনুমানটিকে সমাধিস্থ করা হয়।সমাধির উপর পুঁতে দেওয়া হয় বাঁশের কঞ্চি আর শ্রী রাম লেখা পতাকা।
গ্রামবাসী উৎপল হাজরা,জ্যোতিপ্রকাশ ব্যানার্জি প্রমুখরা জানান,প্রায়ই এই জায়গায় হনুমান মারা যায়। এখানে প্রচুর তেঁতুল গাছ আছে। খাবারের খোঁজে তাই ওরা দল বেঁধে আসে। লাফালাফি করতে গিয়ে বিদ্যুতের তারে শক খেয়ে মারা যায়। এদিন এরকমই একটি হনুমান মারা গেছে,গ্রামের ছেলেরা সেটিকে মাটির নিচে সমাধি দিয়েছে।
0 comments:
Post a Comment