
গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: চোখের জলে বিদায় নিলেন প্রিয় শিক্ষক।কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দীনবন্ধু সাহা সোমবার ভোরে মুস্থূলীতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ২৬ বছর শিক্ষকতা সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাংলার শিক্ষক হিসাবে সুনামের সঙ্গে শিক্ষক জীবন অতিবাহিত করেছেন তিনি।কর্মজীবনের শুরুতে এক বছর তিনি পূর্বস্থলী জি ইনস্টিউটে শিক্ষকতা করেন।
১৯৯৯ সালে তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। ছাত্রদরদী শিক্ষক হিসাবে ছাত্রদের মধ্যে তিনি জায়গা করে নিয়েছিলেন। সেই শিক্ষকের মৃত্যুতে স্কুলের শিক্ষক,প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা আজ শোকাহত। এদিন সকালে দীনবন্ধুবাবুর মৃতদেহ স্কুলে এনে শেষ শ্রদ্ধা জানান হয়। দীনবন্ধু বাবুর দুই মেয়ে ও এক ছেলে। সকলেই বিবাহিত। ছেলে বাণী সাহা ঘোড়ানাশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
0 comments:
Post a comment