
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটকর্মীদের প্রশিক্ষণের জন্য আগামী ১২ থেকে ১৪ এপ্রিল বর্ধমান টাউন স্কুলের সমস্ত বিভাগের পঠনপাঠন বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ডঃ তুষার কান্তি মুখোপাধ্যায়।
উল্লেখ্য, এবছর টাউন স্কুলে মাধ্যমিকের সিট না পড়লেও চলতি উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য এই স্কুলে সিট পড়েছে। ফলে টানা স্কুল ছুটি থাকায় অন্যান্য ক্লাসের পড়ুয়াদের পড়াশোনায় বেশ কিছুটা ক্ষতি হয়েছে। এদিকে উচ্চ মাধ্যমিক শেষ হলেই আগামী ১৬ এপ্রিল থেকে বিভিন্ন ক্লাসের পরীক্ষাও শুরু হচ্ছে।
ফলে পঞ্চায়েত নির্বাচনের জন্য ১২, ১৩ ও ১৪ এপ্রিল স্কুলের পঠনপাঠন বন্ধ থাকায় কিছুটা হলেও সমস্যায় পড়ল ছাত্ররা বলেই মনে করছেন স্কুলের শিক্ষকদের একাংশ এবং অভিবাভকরা।
0 comments:
Post a comment