
ফোকাস বেঙ্গল ডেস্ক,পশ্চিম মেদিনীপুর:প্রায় মাসখানেক ধরে বাঘ ধরতে নাস্তানাবুদ হওয়ার পর শেষমেষ শুক্রবার লালগড়ের জঙ্গল থেকে বাঘের বল্লম-বিদ্ধ দেহ উদ্ধার হওয়ায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।বাঘটিকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে মনে করছেন বন দফতরের আধিকারিকরা। এদিন সকালেও লালগড়ের জঙ্গলে দুই ব্যাক্তিকে আহত করে বাঘটি। যে জায়গায় বাঘটি ওই ব্যাক্তিদের আক্রমণ করেছিল এদিন, সেখান থেকে প্রায় ১০০মিটার দূরে বাঘটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন বন দফতরের কর্মীরা।
এদিকে বাঘের এই খুন হওয়ার ঘটনাকে বন্যপ্রাণ রক্ষার কালো দিন বলে ব্যাখ্যা করছেন বন দফতরের আধিকারিকরা।
উল্লেখ্য,গত এক মাস ধরে রয়্যাল বেঙ্গল টাইগারকে ধরতে বন দফতরের তরফে অনেক চেষ্টা করা হয়েছিল। পাতা হয়েছিল খাঁচা। তবু বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গেলেও তার দেখা পাওয়া যাচ্ছিল না। গত সপ্তাহে নাগালের মধ্যে পেয়েও বাঘটিকে ধরতে পারা যায়নি। বরং বাঘের আক্রমণে গুরুতর জখম হয়েছিলেন দুই ব্যাক্তি।
সূত্রের খবর, বন দফতরের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা জানিয়েছেন,বাঘটির শরীরে যেভাবে বল্লমের আঘাত পাওয়া গিয়েছে, তাতে বাঘটিকে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
তিনি জানিয়েছেন,এব্যাপারে খুব শীঘ্রই তদন্ত করে আসল ঘটনা প্রকাশ্যে আনা হবে।
তিনি জানিয়েছেন,এব্যাপারে খুব শীঘ্রই তদন্ত করে আসল ঘটনা প্রকাশ্যে আনা হবে।
0 comments:
Post a comment