
ফোকাস বেঙ্গল ডেস্ক,আউশগ্রাম: চড়কের মেলা দেখে বন্ধুদের সঙ্গে ফেরার পথে দলছুট হয়ে পথ হারিয়ে গণধর্ষণের শিকার এবার আউশগ্রামের এক আদিবাসী দশম শ্রেণীর ছাত্রী। ঘটনার পর রবিবার গভীর রাতে আউশগ্রাম থানার পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করে বননবগ্রাম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।প্রাথমিক চিকিৎসার পর ছাত্রীটি আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,সোমবার ছাত্রীটির মেডিকেল টেষ্টের জন্য তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে রবিবার এই ঘটনার পর সোমবার আউশগ্রামে ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে কোনোরকম মুখ খুলতে চাননি নির্যাতিতার পরিবারের লোকজন। ঘটনার পর পুলিশকে ওই নির্যাতিতা জানিয়েছে, রবিবার দুই বন্ধুর সঙ্গে আউশগ্রামের যাদবগঞ্জে চড়কমেলা দেখতে গিয়েছিল ওই ছাত্রীটিও। মেলা থেকে ফিরতে রাত হয়ে হাওয়ায় বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে পরে ছাত্রীটি। এরপর রাস্তা চিনতে না পারায় ২যুবকের সাহায্যের আশ্বাসে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিল। ছাত্রীটি পুলিশকে জানিয়েছে,এরপর একটি নির্জন যায়গায় মোটরবাইক থামিয়ে ওই দুই যুবক তাকে গণধর্ষণ করে ফেলে দিয়ে পালিয়ে যায়। অনেক রাতে ছাত্রীকে কান্নাকাটি করতে দেখে তাকে উদ্ধার করে আউশগ্রাম থানার পুলিশ।
0 comments:
Post a comment