728x90 AdSpace

Latest News

Friday, 6 April 2018

শুক্রুবার পূর্ব বর্ধমান জেলার ৩৮টি জেলা পরিষদ আসনে মনোনয়ন দাখিল তৃণমূল কংগ্রেসের


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:শুক্রুবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের রায়না ১ ব্লকের ৮নং আসনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম সেনগুপ্ত। এদিন সকাল থেকেই বর্ধমানের আরটিসি হলের বাইরে তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় করে ছিলেন উত্তম সেনগুপ্তের সমর্থনে। যদিও এদিন উত্তম বাবু ছাড়াও বিদায়ী সহকারী সভাধিপতি শম্পা ধাড়া খণ্ডঘোষের ৩নং আসনে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও বর্ধমান ১ ব্লকের ২৭ নং আসনে নুরুল হাসান, অপার্থিব ইসলাম, মন্দিরা দলুই, মিঠু মাঝি, মহম্মদ ইসমাইল সেখ, গার্গী নাহা, বাগবুল ইসলাম প্রমুখরাও নিজ নিজ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে এদিন বিকাল পর্যন্ত বিদায়ী বিদ্যুত দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনারের আসন স্থির না হওয়ায় এবং মেমারী, গলসী, আউশগ্রাম প্রভৃতি ব্লকের কিছু আসন নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় খোদ বিদায়ী সভাধিপতি দেবু টুডুকে হস্তক্ষেপ করতে হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রশাসন সূত্রে জানান হয়েছে,শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ৩৮টি জেলা পরিষদ আসনে মনোনয়ন দাখিল করেছে তৃণমূল কংগ্রেস। এছাড়া বিএসপি ১টি তে, বিজেপি ২০টি এবং অন্যান্যরা ২টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। পঞ্চায়েত সমিতির আসনে ২০৫টিতে তৃণমূল কংগ্রেস, বিজেপি ৪০টিতে, সিপিএম ৪৮টিতে, কংগ্রেস ১টিতে, সারা ভারত ফরওয়ার্ড ব্লক ১টিতে এবং নির্দলরা ২টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের আসনে এদিন ১৩৩৬টিতে তৃণমূল কংগ্রেস, বিজেপি ১৮৫টিতে, সিপিআই ২টি, সিপিএম ২৪১টিতে, কংগ্রেস ৯টি, অন্যান্যরা ৩টিতে এবং নির্দল ২৮টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
                                                                                                            ছবি - সুরজ প্রসাদ 
শুক্রুবার পূর্ব বর্ধমান জেলার ৩৮টি জেলা পরিষদ আসনে মনোনয়ন দাখিল তৃণমূল কংগ্রেসের
  • Title : শুক্রুবার পূর্ব বর্ধমান জেলার ৩৮টি জেলা পরিষদ আসনে মনোনয়ন দাখিল তৃণমূল কংগ্রেসের
  • Posted by :
  • Date : April 06, 2018
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top