728x90 AdSpace

Latest News

Monday, 12 March 2018

দাঁইহাট পুরসভায় নতুন পুরপ্রধান হলেন তৃণমূলের শিশির মণ্ডল


ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: কাটোয়ার দাঁইহাট পুরসভায় নতুন পুরপ্রধান নিযুক্ত হলেন ১২নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শিশির মণ্ডল।। সোমবার বেলা ১১টায় কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল, ডেপুটি ম্যাজিস্ট্রেট পার্থপ্রতিম সাধুখাঁ -র উপস্থিতিতে দাঁইহাট পুরসভায় পৌরপ্রধান কক্ষে শপথ বাক্য পাঠ করেন নতুন পুরপ্রধান। 
উল্লেখ্য ,২০১৫ সালে  দাঁইহাট পুরসভায় ক্ষমতায় আসে সিপিএম। কিন্তু সিপিএমের পাঁচজন সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের কাউন্সিলারের সংখ্যা বেড়ে হয় ৯জন। ফলে মেয়াদ শেষের আগেই মাঝপথে বদলে গেল দাঁইহাট পুরসভা।
দাঁইহাট পুরসভায় নতুন পুরপ্রধান হলেন তৃণমূলের শিশির মণ্ডল
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top