
ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতা:দাপটের সঙ্গে খেলে ম্যাচ জিতল বর্ধমানের বিনোধী মাধব সামন্ত কোচিং ক্লাবের অনুর্দ্ধ ১৩ খুদে ক্রিকেটাররা ৷ হাওড়ার ইছাপুরে একটি প্রদর্শনী ম্যাচে লক্ষীরতন শুক্লা ক্রিকেট একাডেমির ছেলেদের মুখোমুখি হয় বর্ধমান। প্রথমে ব্যাট করে লক্ষীরতন শুক্লা ক্রিকেট একাডেমির ছেলেরা ৩৫ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করে ৷ জবাবে ব্যাট করতে নেমে বিনোধীর ছেলেরা মাত্র ২৮.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ৷ বিনোধীর সৌভাগ্য সুন্দর পাকড়ে ও সৌনক দাস ৩ টি করে উইকেট নেন।
ম্যাচ শুরুর আগে মন্ত্রী লক্ষীরতন শুক্লা মাঠে হাজির থেকে ছেলেদের উৎসাহ দেন।
0 comments:
Post a comment