
ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিণ দিনাজপুরঃদক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার বড়াইল এলাকায় বহু পুরোনো এক আশ্রমে প্রায় শতাধিক গরীব ও দুঃস্থ পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা ও খেলাধুলোর মাধ্যমে বড়ো হয়ে উঠছে। আর এবার সেই ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিল এলাকার একদল উঠতি যুবক। কারো সাথে কোনোরকম আপোষ না করে, রাজনৈতিক রঙকে দুরে সরিয়ে এরা সাহায্যের হাত বাড়িয়ে দিল ওই আশ্রমের ছেলেমেয়েদের জন্য। এরকম একটি অভিনব উদ্যোগে খুশি এলাকাবাসি সহ বিশিষ্টরা।
শুক্রবার দুপুরে আশ্রমের শতাধিক ছেলে মেয়েদের জন্য ব্যবস্থা করা হয়েছিল গরম ভাত, তরকারি, মাংস, পাপড় ভাঁজা। পেট পুরে,চেটে পুটে খেয়ে দারুন খুশি শিশুরাও। পাশাপাশি এদিন ওদের হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয় হেল্পিং হ্যান্ডস এর পক্ষ থেকে। সমাজসেবামূলক এই কর্মকান্ডে উপস্থিত ছিলেন সংস্থার সায়ন্তন মন্ডল, সন্দীপন সরকার, নন্দিনী সিংহ,সৌরভ বুবাই শীল, অরিন্দম মহন্ত সহ অন্যান্যরা।তারা জানান, সবাই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার করে বসে আছেন।একপ্রকার বেকার। তাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের ইচ্ছা থাকলেও, বাদ সাধে অর্থ। আজ এই কাজের জন্য এলাকার কিছু বিশিষ্ট ব্যাক্তিদের সাহায্যে তাদের এই কাজটি সফল হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
0 comments:
Post a comment