728x90 AdSpace

Latest News

Thursday, 29 March 2018

উচ্চ মাধ্যকিকে বাংলার পর ইংরাজীর প্রশ্নও ফাঁস,চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল নিউজ ডেস্ক:বজ্র আঁটুনি ফসকা গেরো। আবার প্রশ্ন ফাঁস। বাংলার পর এবার ইংরাজি প্রশ্নও ছড়িয়ে পড়ল হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ায়। ঘটনাস্থল মালদহের সুজাপুর। উল্লেখ্য,উচ্চমাধ্যমিকের প্রথম দিনই পরীক্ষা শুরুর পরেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছিল বাংলা প্রশ্নপত্রের MCQ-এর প্রায় সবকটি প্রশ্ন। এবার পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৈরী করা নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও আজকের ঘটনায় এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি সংসদ তরফে।
প্রসঙ্গত পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল ফোন কঠোরভাবে নিষিদ্ধ ছিল৷ তা সত্ত্বেও কীভাবে মোবাইল ভিতরে গেল এবং প্রশ্নপত্র বাইরে এল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনে প্রশ্ন ফাঁসের কথা কার্যত স্বীকার করে নিয়ে সংসদ সভাপতি মহুয়া দাস জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷ কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, তা তদন্ত করে দেখতে হবে৷
উচ্চ মাধ্যকিকে বাংলার পর ইংরাজীর প্রশ্নও ফাঁস,চাঞ্চল্য
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top