728x90 AdSpace

Latest News

Wednesday, 21 February 2018

বর্ধমান মেডিকেলে বিচারাধীন বন্দির মৃত্যু

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: মঙ্গলবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বিচারাধীন এক বন্দীর মৃত্যু হল। মৃতের নাম গুঁইরাম গোস্বামী (৭৮)। বাড়ি পশ্চিম বর্ধমানের অণ্ডালের বাসকায়। বধূ নির্যাতনের অভিযোগে পুলিশ তাঁকে ২৭ জানুয়ারী গ্রেপ্তার করে। সঙ্গে তাঁর পরিবারের আরও কয়েকজনকে গ্রেফতার করে। বিচারক এই মামলায় গুঁইরামকে জেল হেপাজতের নির্দেশ দেন। এরপর তাঁকে দুর্গাপুর মহকুমা সংশোধনাগারে রাখা হয়েছিল।গত সোমবার তিনি অসুস্থ হওয়ায় দুর্গাপুর থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসা হয়। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ সেলে ভর্তি করা হয়। পরে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাত্রে তার মৃত্যু হয়। হাসপাতাল সুত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি ঠাণ্ডাজনিত কারণে ভুগছিলেন।
বর্ধমান মেডিকেলে বিচারাধীন বন্দির মৃত্যু
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top