728x90 AdSpace

Latest News

Wednesday, 28 February 2018

বর্ধমানে ফের দুটি বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ২জনের ,আহত ১


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: 'সেফ ড্রাইভ সেভ লাইফ'-এর স্লোগানই সার। ফের বর্ধমানে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক গৃহবধূ । বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ২নং জাতীয় সড়কে মশাগ্রামের কাছে। মৃতের নাম সম্প্রিয়া কর্মকার (২৪)। পুলিশ সূত্রে জানা গেছে,দুর্গাপুরের বি -জোন ত্রিলোকরোড এলাকার বাসিন্দা কিংশুক কর্মকার তাঁর স্ত্রী সম্প্রিয়া কর্মকারকে নিয়ে বুধবার সকালে মোটরবাইকে চেপে কলকাতা থেকে বোলপুর যাচ্ছিলেন। এক আত্মীয়ের পারলৌকিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু ২নং জাতীয় সড়কে মশাগ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি ডিভাইডারে ধাক্কা মারে। সম্প্রিয়া দেবী দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। একইসঙ্গে আহত হন কিংশুকবাবুও। দুজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক সম্প্রিয়াদেবীকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে কিংশুকবাবুর।

অন্যদিকে মোটরবাইকে খণ্ডঘোষ থেকে বর্ধমান আসার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক বীমা এজেণ্ট-এর। মৃতের নাম রবীন্দ্রনাথ ঘোষ (৪৫)। তাঁর বাড়ি খণ্ডঘোষ থানার উখরিদ এলাকায়। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি ডাম্পার মোটরবাইকে ধাক্কা মারলে গুরুতর জখম হন রবীন্দ্রনাথবাবু। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
                                                                                                                        ছবি - ইন্টারনেট 
বর্ধমানে ফের দুটি বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ২জনের ,আহত ১
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top