728x90 AdSpace

Latest News

Monday, 19 February 2018

বর্ধমানে নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় তদন্তের নির্দেশ জেলাশাসকের


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রবিবার বর্ধমানের কেশবগঞ্জ চটি এলাকায় এক যুবকের চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগে নার্সিংহোম ভাঙচুরের ঘটনায় এবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ দিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। সোমবার জেলাশাসক জানিয়েছেন, রোগী মৃত্যুতে গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি নার্সিংহোমগুলির পরিকাঠামো খতিয়ে দেখতে বলা হয়েছে জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিককে।পাশাপাশি জেলার নার্সিংহোমগুলির পরিকাঠামো খতিয়ে দেখতে জেলা জুড়েই প্রশাসনিক কর্তারা অভিযানে নামতে চলেছেন বলেও জেলাশাসক এদিন জানিয়েছেন।
এদিকে রবিবারের ঘটনায় জড়িত ৫জনকে পুলিশ গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করে। ধৃতদের নাম বিনিত কুমার ঝা, প্রশান্ত চক্রবর্ত্তী, বিজয় চৌধুরী, ঝন্টু সাউ এবং বান্টি চৌধুরী। ধৃতদের বাড়ি বর্ধমান শহরের নতুনগঞ্জ এলাকায় বলে পুলিশ জানিয়েছে। এদিন বিচারক ধৃতদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে নার্সিংহোম ভাঙচুরও কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলেও এদিন জানিয়েছেন জেলাশাসক।
                                                                                                                        ছবি - সুরজ প্রসাদ 


বর্ধমানে নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় তদন্তের নির্দেশ জেলাশাসকের
  • Title : বর্ধমানে নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় তদন্তের নির্দেশ জেলাশাসকের
  • Posted by :
  • Date : February 19, 2018
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top