728x90 AdSpace

Latest News

Tuesday, 27 February 2018

রিপোর্টার্স ফোরাম-এর দোল উৎসব


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব মেদিনীপুর:
আগামী ৩ মার্চ শনিবার দোল উপলক্ষে রং এর উৎসবের আয়োজন করা হল পূর্ব মেদিনীপুর রিপোর্টার্স ফোরাম-এর উদ্যোগে। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে,অনুষ্ঠানটি হবে নিউ দীঘা  সৈকত সংলগ্ন মালঞ্চ গেষ্ট হাউস-এর সামনের মাঠে। এদিন দুপুর ৩ টে থেকে রাত্রি ১০ টা পর্যন্ত উৎসব চলবে বলে জানিয়েছে সংস্থা। অনুষ্ঠানে নাচ-গান-আবৃত্তি প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে অনাথ ও প্রতিবন্ধী শিশুদের সংবর্ধনা এবং শিক্ষাসামগ্রী প্রদানের বিষয়ও। 
রিপোর্টার্স ফোরাম-এর দোল উৎসব
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top